গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে আধাবেলা হরতাল চলছে
প্রকাশিত : ০৯:৫২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৫২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে আধাবেলা হরতালের পালন করছে সিপিবি-বাসদসহ বাম দলগুলো।
হরতাল সফল করতে সিপিবি ও বাসদের নেতারা পল্টন ও প্রেসক্লাব এলাকায় পদযাত্রা করেন। এছাড়া শাহবাগ, মিরপুর, ধানমণ্ডি, লালবাগ, খিলগাঁও, তেজগাঁও, সূত্রাপুর, শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে প্রচার মিছিল বের হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা। তবে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে বাধা পরেনি এসএসসি পরীক্ষাও।