ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ভাষা আন্দোলনের সময়ের আলোকচিত্রগুলো বাঙ্গালীর অমূল্য সম্পদ

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৫১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

ভাষা আন্দোলনের পেরিয়েছে ৬৫ বছর। সেসময়ের ছবি যেমন বাঙালীর ইতিহাসের অকাট্য দলিল, তেমনি প্রেরণারও উৎস। ওই সময় খুব বেশি সংবাদ মাধ্যম না থাকায়, বেশিরভাগ ছবি-ই তুলেছিলেন সৌখিন আলোকচিত্রীরা। তবে, সময়ের সাথে সাথে সেসব ছবি হয়ে উঠেছে অমূল্য সম্পদ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই ভাষার প্রশ্নে আলোচনা ও বিতর্কের বিষয় ছিলো বাংলা। পশ্চিম পাকিস্তানীদের আধিপত্যবাদের বিরুদ্ধে তখন থেকেই ফুঁসতে থাকে বাঙালী, যার চূড়ান্ত বহি:প্রকাশ ঘটে ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সভা-সমাবেশ, মিছিল, আন্দোলনের ছবি তুলেছিলের যারা, তাদের মধ্যে অন্যতম নজরুল গবেষক রফিকুল ইসলাম। তিনি তার ‘ভয়েগ ল্যান্ডার’ ক্যামেরা দিয়ে সেসময়কার অনেক ছবি তুলেছিলেন। যা আজ হয়ে উঠেছে ঐতিহাসিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ছাত্র জনতার ১৪৪ ধারা ভঙ্গের বেশকিছু ছবিও তুলেছিলেন তিনি। তার তোলা সেসব ছবি এখনো নাড়া দেয় বাঙালীর হৃদয়। শুধু তাই নয়, ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গনে ছাত্র সমাবেশের ওপর পুলিশের গুলিবর্ষণ ও খাজা নাজিমউদ্দিনের বিশ্বাসভঙ্গে ছাত্রদের বিক্ষোভ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ছবিও হয়ে উঠেছে ঐতিহাসিক। ভাষা আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ, শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার, শহীদ বরকতের সমাধিতে বঙ্গবন্ধুর শ্রদ্ধা নিবেদনসহ এমন অংসখ্য ছবি বাঙালীর স্বকীয়তার সাক্ষ্য বহন করে চলেছে।