ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

ঘোড়াঘাটে বাড়ি বাড়ি গিয়ে চলছে নমুনা সংগ্রহ

হিলি সংবাদদাতা 

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ি বাড়ি গিয়ে সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টিও নিশ্চিত করছেন স্বাস্থ্য কর্মীরা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ঘোড়াঘাট উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন যিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাই, সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব ব্যক্তি আসছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।’

তিনি জানান, ‘যারা বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তাদের হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। এখন পর্যন্ত এই উপজেলায় ১৯০ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।’

বাহির থেকে কেউ যেন এই অঞ্চলে আসতে না পারে সেজন্য বিভিন্ন প্রবেশ পথে চেকপোষ্ট বসানো হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়াও এর আগে যারা বিদেশ থেকে এসেছিলেন তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

এআই/