ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

বাগেরহাটে ঘেরে বিষ প্রয়োগে মেরে ফেলল কয়েক লাখ টাকার মাছ

বাগেরহাট প্রতিনিধি.

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বত্তরা। রবিবার দিবাগত রাতের কোন এক সময় ফকিরহাট উপজেলার আট্টাকী ঝুটতলা গ্রামের ইউছুব সরদারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে ইউছুব সরদারের ১৬-১৭ মন মাছের পোনা মারা যায়।

ক্ষতিগ্রস্থ ইউছুব সরদার বলেন, স্থানীয় মসজিদের নামে পদ্মপুকুরটি আমি লিজ নেই। পুকুরটিকে মাছের পোনা ছাড়ার জন্য প্রস্তুত করছিলাম। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন ঘের মালিকের কাছ থেকে বিভিন্ন সাইজের ১৬ মন পোনা মাছ ক্রয় করে পাশের একটি ঘেরে রেখেছিলাম। রবিবার রাতের আধারে কে বা কারা আমার ঘেরে বিষ দেয়। সকালে ঘেরে এসে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। এখন এই অসময়ে কোথায় মাছের পোনা পাব, জানিনা। এখন পোনা না ছাড়তে পারলে আমার পুরো মৌসুম মার হয়ে যাবে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মাছ মরার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরকে/