ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ইফতারি প্রস্তুত ও বিক্রি করতে পারবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার | আপডেট: ১১:৪২ এএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

রমজানে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। আগামীকাল মঙ্গলবার থেকে তারা বিক্রি শুরু করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোন ধরণের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার করতে করতে পারবেন না।

উদ্ভুত এ সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।

ডিএমপির অপর এক নির্দেশনায় বলা হয়, নগরীর পাড়া-মহল্লয় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন।

তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরী সেবাগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

এসি