ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

৫২’র ভাষা শহীদদের স্মরণে রাজবাড়িতে হয়ে গেলো পথ নাটক ‘ফিরে দেখা-৫২’

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

৫২’র ভাষা শহীদদের স্মরণে রাজবাড়িতে হয়ে গেলো পথ নাটক ‘ফিরে দেখা-৫২’। রাজবাড়ী সরকারী কলেজের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাট-এর আয়োজনে নাটকটি করা হয়। বাংলা ভাষার উচ্চারণ ও এর বিকৃত ব্যবহার বন্ধেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। ভাষা শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার বিকৃত উপস্থাপনার প্রতিবাদেই পথনাটক “ফিরে দেখা-৫২” নাট্যকর্মীরা জানান, ভাষার মাসে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন সম্পর্কে জানাতে তাদের এই পথ নাটকের আয়োজন। নাটকটির রচনা শৈলী এবং উপস্থাপনায় মুগ্ধ দর্শক। সবক্ষেত্রে বাংলা ভাষার ব্যাবহারের দাবি জানান তারা। ১৫ মিনিট স্থায়ীত্বের নাটকটির এটি ছিলো তৃতীয় শো।