ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল পোনে ৯টার দিকে জেলার দীঘিনালা উপজেলার বানছড়ি প্রেসবাজারে এ ঘটনা ঘটে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্বার করা হয়েছে। নিহত দু‘জন হলেন, ইউপিডিএফ এর দীঘিনালা শাখার সদস্য এনজেল চাকমা ওরফে বাবু (৩৭) ও সুদিব্য চাকমা ওরফে বাঙাল্লা (৩৫)। 

এনজেল চাকমা দীঘিনালা ইউনিয়নের নন্দশ্বর কার্বারীপাড়ার সুশীল চাকমার ছেলে। অন্যদিকে সুদিব্য চাকমা মধ্য বানছড়ার বাসিন্দা বীরেন্দ্র মোহন চাকমার ছেলে। 

এ ঘটনায় জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ-প্রসিত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও এক টমটম চালক মারা গেছেন। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তবে, অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি এম এন লারমা গ্রুপ। 

এআই/