কুনিও হোসি হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যকে ফাঁসির আদেশ
প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।
দুই বছর আগের চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন মিয়া ও আহসান উল্লাহ আনছারী। এদের মধ্যে আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছে বাকী ৪ জন রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে আবু সাঈদকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
এর আগে সকাল সোয়া ৯ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৫ জঙ্গিকে আদালতের নিয়ে আসা হয়। রায় ঘোষনাকে কেন্দ্র করে আদালত পাড়া এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে সরকার পক্ষের আইনজিবী রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।
এদিকে আসামী পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।
এদিকে জাপানী নাগরিক হত্যা মামলায় ৫ আসামীর মৃত্যুদন্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাধারন মানুষ।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কচু আলুটারী গ্রামে নিজের খামারে যাবার সময় জঙ্গিরা জাপানী নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে।