অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র
প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:১১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র। ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মান, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন। বিনিয়োগ বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ দিলেন তারা।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারবাহিকতায় চট্টগ্রামের মিরসরাইতে ৩০ হাজার একর জমির উপর গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল। আনোয়ারায় গড়ে তোলা হচ্ছে দু’টি বিশেষায়িত অর্থনৈতিক জোন। চীনের অর্থিক সহায়তায় কর্ণফুলীর নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে টানেল। কাট্টলীর সমুদ্র উপকূলীয় এলাকাসহ সীতাকুন্ডে হবে নতুন বন্দর। কক্সবাজারের ঘুনধুম পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে রেল যোগাযোগ।
চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিদেশিদের পাশাপাশি দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের সুযোগ রাখার দাবি এই তরুণ উদ্যোক্তার।
এদিকে কর্ণফুলীর দক্ষিণ তীর ঘেষে নতুন শিল্পায়নের যে সম্ভবনা সৃষ্টি হয়েছে তাতে বিনিয়োগকারীরা আরো উৎসাহিত হবে বলে মনে করে বিজিএমইএ।
সরকারের উন্নয়ন পরিকল্পনা সমন্বিতভাবে শেষ হলে বিশ্ববাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান সৃদৃঢ় হবে বলে মনে করেন শিল্পমালিক এবং রাজনৈতিক নেতারা।
অর্থনৈতিক উন্নয়নে সরকারের নেয়া এসব প্রকল্প সময়মতো শেষ হবে বলে আশা করছেন চট্টগ্রামের ব্যবাসায়ী-শিল্পপতিরা।