ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

পোশাকের অর্ডার বাতিল করবে না সুইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ০৫:২২ পিএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের পোষাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না বলে জানিয়েছে সুইডেন। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে একথা জানান সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন।

বুধবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীকে বলেন, ‘সব স্বাস্থ্যবিধি মেনে রফতানিমুখী পোশাক কারখানা
খুলে দেওয়া হয়েছে।’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান কারখানা সবকিছু্ বন্ধ রয়েছে। এমন একটি মুহুর্তে বিজিএমইএ থেকে জানানো হয়, ২৫ হাজার কোটি টাকার মতো ক্রয় আদেশ বাতিল করেছেন ক্রেতারা। এতে অর্থনৈতিক অবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়তে যাচ্ছে। তাই সরকার এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিছু কিছু কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসি