৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
অনুমোদনবিহীন হিউম্যান হলারসহ যান চলাচল বন্ধসহ অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চালকদের বিভিন্নভাবে হয়রানিসহ রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ আনা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে অটোরিকশার মালিকদের দৈনিক জমা ৬শ’ টাকা নির্ধারণ, ভুয়া নিয়োগপত্র দিয়ে রুট পারমিট প্রদান বন্ধ, অটো রিকশা চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবি মেনে না নিলে আগামী ১২ মার্চ অবস্থান কর্মসূচী ঘোষনা দেয়া হয়। এসময় সংগঠনের সভাপতিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।