ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

রহমতের সপ্তম দিন : গীবত-হিংসা ছাড়তে পেরেছি কি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১ মে ২০২০ শুক্রবার

পবিত্র রমজানে আমরা রহমত দশকের শেষে দিকে চলে এসেছি। একবারও কি চিন্তা করে দেখেছি কতটুকু তাকওয়া বা খোদাভীতি অর্জন করতে পেরেছি? তাকওয়া আসবে তখনই যখন আমরা গীবত বা পরনিন্দা, হিংসা-বিদ্বেষ, সুদ-ঘুষ, হারাম উপার্জন থেকে দূরে থাকবো।

গীবত হলো নামাজ কবুল হওয়ার প্রতিবন্ধক। আমরা কি পরনিন্দা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমাদের উপার্জন কি হালাল? ইবাদতের পূর্বশর্ত হলো হালাল রুজি। হিংসা করলেও ইবাদত কবুল হবে না। হিংসা কেন করবো, আমার তো কোন উপকারে আসবে না উপরন্তু ক্ষতি ডেকে আনে।

কাজেই গীবত, হারাম খাওয়া এবং হিংসা- এই তিনটি কঠিন কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলে লোভ, অহঙ্কার, পরের হক নষ্ট, অশ্লীলতা ইত্যাদি পাপগুলো থেকে আল্লাহ পাকই রক্ষা করবেন, যদি আমাদের নিয়ত সহিহ হয়।

আল্লাহতায়ালা ক্ষমাশীল এবং পরম দয়ালু। উপরোক্ত খারাপ কাজগুলো পরিহার করি এবং অনুতপ্ত হই। আর বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাই।

সামনের রোজাগুলো যাতে তাকওয়ার সঙ্গে হয় সেই চেষ্টা করি। তবেই আমাদের ত্যাগ ও সংযমের  স্বার্থকতা আসবে।
তথ্যসূত্র : সহিহ সিত্তাহ
এএইচ/