ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

পোচন সিটিজেনের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে পোচন সিটিজেনের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচটি। দুই ড্র ও একটি মাত্র জয় নিয়ে সেমিফাইনালে এলেও অখুশি নন চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারি টিটু। এখনো চ্যাম্পিয়ন রেসে আছেন বলেই খুশি তিনি। তবে চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মত তার। এদিকে পোচনের অধিনায়ক হান ইয়ং সু বলেন তাদের চেয়ে স্বাগতিকরাই বেশী চাপে থাকবে।