ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আজও দৌলতদিয়ায় যাত্রীদের চাপ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১ মে ২০২০ শুক্রবার

দৌলতদিয়া ফেরি ঘাটে লকডাউন অপেক্ষা করে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে আজও ঢাকা মুখি শতশত যাত্রী পারাপার হচ্ছে। সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে।প্রতিটি ফেরি উপচে পড়া ভিড় নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ছেড়ে গেছে। 

করোনাভাইরাসের কারণে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সীমিত আকারে চলাচল করছে। এই সুযোগে ফেরিতে শতশত যাত্রী গাদাগাদি হয়ে পারাপার হচ্ছে। তবে ঘাট এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশানের তৎপরতা দেখা যায়নি।  

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে,করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এই রুটে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে মোট ছোট-বড় মিলে ১৬ টি ফেরি রয়েছে। এর মধ্যে ৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

আরকে//