ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

নাপোলিকে হারিয়েছে জুভেন্টাস

প্রকাশিত : ১১:৫২ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ১১:৫২ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার

কোপ্পা ইতালিয়া ফুটবলে সেমিফাইনালের প্রথম লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে একধাপ এগিয়ে গেলো শিরোপা প্রত্যাশি জুভেন্টাস। শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের মাঠে প্রথমে পিছিয়ে পরে জুভেন্টাস। ৩৬ মিনিটে নাপোলির হয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসে কাইহন। এগিয়ে থেকে লিড ধরে রাখতে পারেনি নাপোলি। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো ডাইবালা গোল করে দলকে সমতায় ফেরান। ৬৪ মিনিটে গোল করে ২-১তে ব্যবধান বাড়ান গঞ্জালো হিগুয়েইন। ৬৯ মিনিটে জুভেন্টাসের হয়ে তৃতীয় গোলটি করেন পাওলো ডাইবালা। এই জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো জুভেন্টাস।