ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

মৌলভীবাজারে নিয়ম অমান্য করে অটোরিক্সা চলাচলের অনুমোদন

প্রকাশিত : ১১:৫০ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ১১:৫০ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার

তিন হাজার ধারণ ক্ষমতা থাকলেও মৌলভীবাজারের রাস্তায় চলছে ১৫ হাজারের বেশি সিএনজি অটোরিক্সা। অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও এক হাজার। বিআরটিএ নিয়ম অমান্য করে অটোরিক্সা চলাচলের অনুমোদন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে, তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মৌলভীবাজারে তিন চাকার বাহনের কাছে হার মেনেছে চার চাকার পরিবহনগুলো। প্রতিদিনই রাস্তায় সিএনজি চালিত নতুন অটোরিকশা নামায় সড়কজুড়ে লেগে থাকছে যানজট। মৌলভীবাজারের রাস্তায় যেখানে অটোরিক্সার ধারণক্ষমতা সাড়ে তিন হাজার, সেখানে বর্তমানে চলছে ১৫ হাজারেরও বেশি। বিআরটিএ’র কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে অবৈধ এসব অটোরিক্সার অনুমোদন মিলছে বলে অভিযোগ চালকদের। অতিরিক্ত অটোরিক্সার চাপে বন্ধ হতে বসেছে বাস ও মিনিবাস। বিপাকে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। নিয়মনীতির তোয়াক্কা না করে অটোরিকশা চলাচলের অনুমোদন দেয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করে রেজিস্ট্রেশন বন্ধ আছে বলে জানালেন বিআরটিএ’র স্থানীয় মটরযান পরিদর্শক। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলায় পরিবহন সেক্টরে নৈরাজ্য ঠেকাতে অবৈধ রেজিস্ট্রেশন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।