ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৩ মে ২০২০ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া’র মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়া’র মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৩ দিন পর মহিউদ্দিন নামে ৭ বছেরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ রোববার সকালে বাড়ির পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মো. কবির নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৩০ এপ্রিল থেকে মহিউদ্দিন নিখোঁজ ছিল। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল। এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড বলেই যতটুকু ধারণা করা হচ্ছে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, গরুর ঘাস রাখাকে কেন্দ্র কবির মিয়ার সাথে ওই শিশুটির পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এমএস/