ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প

প্রকাশিত : ০১:২১ পিএম, ১ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০১:২১ পিএম, ১ মার্চ ২০১৭ বুধবার

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাঙ্গন নয় বরং ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে গড়ে তোলার আহবান জানিয়েছেন তিনি। াভা ভাষণে 'আমেরিকান স্বত্তাকে ফিরিয়ে আনার ওপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশপাশি বর্ণবিদ্বেষের জেরে কানসাসে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনার নিন্দা জানান তিনি। ভাষণে টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ইঙ্গিত দিলেও ন্যাটোকে সমর্থনের ঘোষণা দেন ট্রাম্প। এরআগে মার্কিন-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্দেশ দেন। পাশাপাশি অবৈধ অভিবাসীদের অপরাধ চিহ্নিত করতে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরকে বলেন। আমেরিকাকে শক্তিশালী, গর্বিত ও স্বাধীনদেশ বলে বর্ণনা করেন ট্রাম্প।