ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ম্যাস মালিককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৪ মে ২০২০ সোমবার

করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁও শহরে ম্যাস ভাড়া দিতে না পারায় কয়েকজন ছাত্রীকে ম্যাস থেকে বের করে দেওয়ার ঘটনায় ম্যাস মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরের মন্দিরপাড়া এলাকার ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

বিষয়টি ভুক্তভোগী ছাত্রীরা পুলিশকে জানালে পুলিশ বিষয়টি সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে অবগত করে। খবর পেয়ে তিনি  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ম্যাস মালিক শম্পা বর্মণ (৩৫) কে এক হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ম্যাসের ছাত্রীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়ার জন্য কোন ছাত্রীকে বের না করে দিতে নির্দেশ দেন। 

আরকে//