ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বৃষ্টির দিনের সঙ্গী

এস ইউ আহমদ

প্রকাশিত : ০১:৩৯ এএম, ৫ মে ২০২০ মঙ্গলবার | আপডেট: ০১:৪২ এএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

আকাশটা মেঘাচ্ছন্ন থাকে, ইদানিং প্রায়ই বৃষ্টি হচ্ছে। সামনে আসছে বর্ষা, রাস্তা ঘাট ভীজে থাকবে কোথাও কোথাও পানি উঠবে, কাদা হবে, তাই বলে আমাদের দৈনন্দির কাজকর্ম থেমে থাকবে না। যার যেই কাজ আছে তা সময় মতই করতে হবে, আর তাই আগে ভাগেই বৃষ্টির দিনে জন্য কাপড়সহ আরও কিছু আনুষাঙ্গিক জিনিস নিয়ে প্রস্তত থাকতে হবে।

বৃষ্টিতে ভিজে সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা নষ্ট হয় তা হলো আমাদের জুতা কিংবা স্যান্ডেল, তাই বর্ষার আগেই এমন জুতা বা স্যান্ডেল কিনতে হবে যা বৃষ্টির পানিতে ভিজে সহজেই নষ্ট হবে না। যে যার কর্মস্থলে পড়ে যাওয়ার মতো সাধ্য অনুযায়ী জুতা আগে থেকেই কিনে রাখলে ভালো। যে যেই প্রকার জুতা বা স্যান্ডেল কিনেন না কেন মনে রাখতে হবে তা যেন ভিজা রাস্তায় কিংবা পিচিছল রাস্তায় পড়ে ভালো ভাবে হাঁটা যায়।  

মেয়েরা ব্যাগ ছাড়া বাহিরে যান না বললেই চলে, ছেলেরা বড় জোর একটা মানিব্যাগ। কিন্তু অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাগের ব্যবহার অনেকেই করে থাকেন, যে যাই ব্যবহার করেন না কেন কোনো বৃষ্টিতে ভিজে সব কিছুই নষ্ট না হয়ে যায়, তাই বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাদেরকে এমন জিনিস কিনতে হবে যা বৃষ্টির পানিতে ভিজে যেন সহজেই নষ্ট না হয়ে যায়।  

বৃষ্টির দিনে ছাতার ব্যবাহার আমাদের সকলেরই জানা, কিন্তু অনেকেই আছেন কয়েকদিন বৃষ্টিতে ভীজে কাজে যাওয়ার পর যান ছাতা কিনতে তাই আগে ভাবেই ছাতা কিনে রাখাটা ভালো। আমরা নিয়মিত ছাতার ব্যবহার করিনা আর তাই ছাতা হারিয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই ভালো হয় সস্তায় একাধিক ছাতা কিনে রাখা। ঝুম বৃষ্টিতে ছাতা খুব একটা কাজে লাগেনা, শুধু ছাতা নিয়ে রাস্তা হাঁটলে মাথা ছাড়া সমস্ত শরীরই ভীজে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে, তাই ছাতার পরপরই একটা রেইন কোর্ট নিলে আরো ভালো হয়।  

বৃষ্টি থেকে শরীর বাঁচানোর জন্য আমরা যতরকম চেষ্টাই করিনা কেন, গায়ে পানি লাগবে না এমন নিশ্চয়তা কেওই দিতে পরি না, তাই এই সময়ের উপযোগী কাপড় কিনে নিলে ভালো। বৃষ্টির দিনে এমন কাপড় পড়তে হবে যা সহজেই শুকিয়ে যায়। সহজেই শুকিয়ে যাওয়া কাপড়ের মধ্যে রয়েছে জর্জেট, সিল্ক জাতীয় কাপড়। যেই ধরনের কাপড়ই পরেন না কেন আপনাকে মনে রাখতে হবে সেটা পরে যেন বৃষ্টিতে সাচ্ছন্দে চলাচল করা যায়।   

বৃষ্টি দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস তখন ফুটপাত থেকে শুরু করে সব জায়গায়ই পাওয়া যায়, বৃষ্টি শুরু হওয়ার আগে খোঁজে পাওয়াটাই দায়, একটু কষ্ট করে হলেও আগে ভাগে কিনে রাখলে সস্তায় ও পাওয়া যাবে, বৃষ্টির দিনের অসুখ থেকে বাঁচতেও কাজে আসবে, কর্মস্থলে অনুপস্থিত হওয়ার সম্ভাবনাটাও থাকবে না।  

বৃষ্টির দিনে যাই কিনুন না কেনো, তা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানান সই উজ্জল রঙ্গের কিনুন, উজ্জল রং আপনার মনকে চাঙ্গা রাখতে সহযোগীতা করবে।

এসি