ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাধুবাবা বটবৃক্ষ বধ্যভুমি-৭১ এখন অবহেলিত

প্রকাশিত : ১১:০৫ এএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৫ এএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

  মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাধুবাবা বটবৃক্ষ বধ্যভুমি-৭১। অবহেলিত এই বদ্ধভুমিটি বিজিবি ও এলাকাবাসীর চেষ্টায় সংরক্ষন করে পাশেই গড়ে তোলা হয় একটি পার্ক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিনই ভীড় করেন অসংখ্য দর্শনার্থী। তারা জানতে পারছেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাধুবাবার বটবৃক্ষ। ৭১ সালে এখানেই হত্যা করা হয় শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে। অযতœ আর অবহেলায় ধ্বংস হতে বসেছিল বধ্যভুমিটি। কয়েক বছর আগে বিজিবি ও এলাকাবাসীর চেষ্টায় এটিকে সংরক্ষন করে বধ্যভুমি-৭১ নামে উন্মুক্ত করা হয়।   দেশের অন্যান্য বধ্যভুমিগুলো সংরক্ষনেও নেয়া যেতে পারে এরকম উদ্যোগ। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী আসেন এখানে। বড়দের পাশাপাশি ছোটরাও শ্রদ্ধা জানান শহীদদের। মৌলভীবাজারের অন্য সব বধ্যভুমি সংরক্ষন ও উন্নয়নে সরকার উদ্যোগী হবে-- এমনটাই প্রত্যাশা সাধারন মানুষের।