ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

প্রধানমন্ত্রীর তহবিলে শিক্ষক-কর্মচারীর ২০ লক্ষাধিক টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

বাউফল ম্যাপ

বাউফল ম্যাপ

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ২০ লক্ষ ৪৯ হাজার ৩শ’ ৮৭ টাকা জমা দিয়েছেন বাউফলের শিক্ষক-কর্মচারীগণ। এর মধ্যে প্রাথমিকের ৬ লক্ষ ৫০ হাজার, কলেজ পর্যায়ের ৩ লক্ষ ১০ হাজার ২শ’, মাধ্যমিকের ৫ লক্ষ ৬ হাজার এবং দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ৫ লক্ষ ৮৩ হাজার ১শ’ ৮৭ টাকা রয়েছে। 

মঙ্গলবার (৫ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ এপ্রিলের মধ্যে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ১৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী আর্থিক সহায়তা হিসেবে স্বেচ্ছায় একদিনের বেতন সমপরিমাণ মোট ১৩ লক্ষ ৯৯ হাজার ৩শ’ ৮৭ টাকা নিজ নিজ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাংক হিসেব নম্বরে জমা দেয়। এছাড়া উপজেলার ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের বৈশাখী ভাতার ২০ শতাংশ হিসেবে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা জমা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাংক হিসেবে। 

তিনি বলেন, ‘করোনা মহামারীর মতো সংকট মোকাবেলায় শিক্ষকরা এভাবে স্বেচ্ছায় সাধারণের পাশে এসে দাঁড়িয়েছেন। যা অপরাপর সবার জন্যই অনুকরণীয়, অনুস্মরণীয়।’

এনএস/