ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

প্রকাশিত : ১১:২২ এএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:২২ এএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে আহত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বুধবার রাতে এ্যাপেলো হাসপাতালের সামনে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডা জের ধরে শাহরিয়ার হাসনাত তপুকে মারধোর করে নিরাপত্তা কর্মির। পরে তপুকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সড়ক অবরোধ ও ভাংচুর করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।