ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৪ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে । এমদাদুল ইসলামের বিরুদ্ধে, ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮৭ লাখ টাকার বেশি আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গেল ২৩ ফেব্র“য়ারি দুদকের উপ-পরিচালক মো, সহিদুজ্জামান বাদি হয়ে রমনা থানায় এমদাদুলের বিরুদ্ধে মামলা করেন।