ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

মোশাররফ-তিশার নতুন নাটক ‘ঈদ মোবারক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৬ মে ২০২০ বুধবার

ছোটপর্দার জনপ্রিয় জুটি তারা। তাদের অভিনিত বহু নাটক দর্শক মহলে প্রসংসিত হয়েছে। এবার আরও এক সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে তাদের। বলছি- মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশার কথা। এবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ঈদ মোবারক’ নামের একটি নাটকে। 

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নির্মাতা জানান, একটি বাড়িতে ডাকাত ঢুকে পড়ায় ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নাটকের গল্প। এতে দেখা যাবে, ঈদের দিন একটি ফাঁকা বাসায় এক ডাকাত ঢুকে পড়ে। কিন্তু ডাকাত জানে না, সেই বাসায় ঢুকে পড়ায় কী ঘটতে যাচ্ছে। এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর সেখানে জন্ম নেয় নতুন ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। করোনা লকডাউনের আগেই এর শুটিং শেষ হয়েছে। 

সম্পাদনাসহ বাকি কাজ লকডাউন মেনে করা হয়েছে। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে বলেও জানান নির্মাতা।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ঈদ মোবারক’ নাটকের গল্প বেশ মজার। হাসির গল্পের অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু আগের সেই নাটকগুলো থেকে এ নাটকের গল্প কিছুটা হলেও আলাদা। আর তিশার সঙ্গে কাজের বোঝাপড়া সবসময়ই ভালো ছিল। সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা প্রতিটি কাজই আলোচিত। এবারের নাটকের গল্প বেশ মজার। নির্মাণেও আছে যত্নের ছাপ। তাই এ নাটকটিও দর্শকের মনোযোগ কাড়বে বলে আমাদের বিশ্বাস।’
এসএ/