ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের আরো উন্নয়ন হবে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষ হলে

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকী অংশের যোগাযোগের আরো উন্নয়ন হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রেল ভবনে বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল একটি ডেডিকেটেড রেলসেতু নির্মাণের জন্য পরামর্শক নিয়োগে জাপানের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ’সব কথা জানান। যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ রেলওয়ে সেতু নির্মাণের নকশা প্রণয়ণে সরকার এ পরামর্শক নিয়োগের চুক্তি করেছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৭শ’ ৩৪ কোটি টাকা। এছাড়া, বন্ধ হয়ে যাওয়া ৬০টি রেল স্টেশন চালুর পাশাপাশি রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও দ্রুত শুরু হবে বলে জানান রেলমন্ত্রী।