ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবি, দু’জনের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৬ মে ২০২০ বুধবার | আপডেট: ০৬:২০ পিএম, ৬ মে ২০২০ বুধবার

মেঘনায় ট্রলার চলাচলের দৃশ্য -ছবি একুশে টিভি।

মেঘনায় ট্রলার চলাচলের দৃশ্য -ছবি একুশে টিভি।

মেঘনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পুলিশ নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। বুধবার (৬ মে) সকালে বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকাস্থ নদীতে এ ঘটনা ঘটে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহী ট্রলার ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় চালক ও ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ হন। 

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে সকাল ১০টার দিকে আব্দুর রব বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করে। সে গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর পুত্র। পরবর্তীতে বেলা সাড়ে এগারোটার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার পুত্র নবম শ্রেণির ছাত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।

এনএস/