ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি।

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ’সময় বক্তারা গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে বলেন, গ্যাসের সংকটে ইতোমধ্যে চট্টগ্রামে ৬শ’ কারখানার অর্ধেকের বেশি বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের কথা ভেবে গ্যাসের দাম পুনর্বিবেচনারও দাবি জানান বক্তারা। কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।