ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

টাঙ্গাইলে আরও ১২ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

টাঙ্গাইলে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত দু’দিনে ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ তার ফলাফল পাওয়া যায়। এতে দেলদুয়ারে ২,  মির্জাপুরে ২, ধনবাড়িতে ৩, গোপালপুরে ২, কালিহাতীতে ২ ও ভূঞাপুর উপজেলায় একজনের ফলাফল পজিটিভ আসে। 

এর মধ্যে কালিহাতী ও ধনবাড়ি উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন। 

এআই//