মিশুক মুনীর ও তারেক মাসুদের হত্যাকারী ড্রাইভারের সর্বোচ্চ শাস্তির দাবী
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদের হত্যাকারী ড্রাইভারের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা বক্তব্য রাখেন। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, জোড়া হত্যাকান্ডের বিচারে মানিকগঞ্জ আদালত যে রায় দিয়েছে তার প্রতি সাংবাদিক সমাজ শ্রদ্ধাশীল। তবে, উচ্চ আদালতে মামলাটিতে যেন খুনীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সে দাবীও জানান তিনি।