ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

লিঙ্গ বিষম্য দূর করতেও সরকারকে কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

জঙ্গি দমন ও দারিদ্র্য দূরীকরণের মত লিঙ্গ বিষম্য দূর করতেও সরকারকে কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে সেমিনারে মন্ত্রী এ’কথা বলেন। ২০৩০ সালের মধ্যে সবক্ষেত্রে নারী পুরুষের সমতা অর্জন এবং নারীর সুরক্ষার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সেসময় তথ্যমন্ত্রী আরো বলেন, সকল ক্ষেত্রে অবহেলিত নারীদের চিহ্নিত করে কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।