নিবন্ধন বাতিলের ভয়ে হলেও আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবেঃ ওবায়দুল কাদের
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৫৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার
নিবন্ধন বাতিলের ভয়ে হলেও আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ’ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আগামী নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল হবে। সেকারণে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। এ’জন্য আগামীতে বিএনপিহীন নির্বাচন হবে না বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে, নির্বাচনকেন্দ্রীক অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির অংশগ্রহণ থাকবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।