ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৫৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার শ্রীখোলায় সিরাজগঞ্জগামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের ২ যাত্রী নিহত হয়। আহত হয় ৩ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।