ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

কক্সবাজারের শেষ হলো প্রয়াত ভন্ত রতœপ্রিয় ভিক্ষুর অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০১ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

বৌদ্ধ কীর্তন, মহা সংঘদান, অতিথি ভোজন, স্বধর্ম্মসভা এবং ঐতিহ্যবাহী আলংনৃত্যসহ নানা আয়োজনে কক্সবাজারের রামুতে শেষ হলো প্রয়াত ভন্ত রতœপ্রিয় ভিক্ষুর অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান। রামুর শ্রীকুল মৈত্রী বিহারে, বাংলাদেশী বৌদ্ধদের উপ-সংঘরাজ পন্ডিত ভন্ত সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন- বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মনজুর ছিদ্দিকী, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ-উল আলম। বিকেলে রেঙ্গুনী কারুকাজে সজ্জিত আলংয়ে  মরদেহে অগ্নিসংযোগের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।