ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

রাঙামাটিতে জাক এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০১ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

রাঙামাটিতে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জুম এসথেটিকস কাউন্সিল- জাক এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বনরুপায় জাক-এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিশির চাকমা। এ’সময় বিশিষ্টজনরা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন হচ্ছে জাক। অনুষ্ঠানে জাক-এর সাবেক সভাপতি মঙ্গল কুমার চাকমাসহ রাঙামাটির কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে জাক-এর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া, বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান ও মনোজ বাহাদুর গুর্খা সংগীত পরিবেশন করেন।