ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

পুষ্টিহীনতায় যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় অতি স্থুলতাজনিত কারণে

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

বিশ্বে প্রতিবছর পুষ্টিহীনতায় যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় অতি ওজন বা স্থুলতাজনিত কারণে। স্থুলতা বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে জানানো হয়, দেশের প্রায় এক চতুর্থাংশ মানুষ স্থুল। এ’সময় বক্তারা বলেন, শুধু লাইফ স্টাইল পরিবর্তন করে ৬৮ শতাংশ স্থুলতাজনিত মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কামরুল হাসান ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার হারুনুর রশিদ, সিনিয়র আইনজীবী শাহদীন মালিক সহ অনেকে।