ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র উন্মুক্ত দিবস পালন

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩০ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

নানা আয়োজনে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপিতে পালিত হয়েছে উন্মুক্ত দিবস। বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ডক্টর হারুনুর রশিদ এই উম্মুক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিআরপি’র সেবা কার্যক্রমের বর্ণনা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, প্রতিবন্ধীদের খেলাধূলা ও তাদের হস্তশিল্পের প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি টেইলরসহ রোগী,  শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়ার পার্টনার ছিলো একুশে টেলিভিশন।