লকডাউন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৫:০৪ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

লকডাউন করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনায় ট্রাইব্যুনাল লকডাউন করা হয়।
আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা এপিবিএনের প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।’
জেয়াদ আল মালুম এক ভিডিও বার্তায় বলেন, প্রশাসনিক কর্মকাণ্ড এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত পরিচালিত হচ্ছে।
এর আগে গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনা পজেটিভ শনাক্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় ২২ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।
এসি