ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় নিজেদের প্রথম ম্যাচে শনিবার মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। মালয়েশিয়া শক্তিশালি দল হলেও এক বিন্দুও ছাড় দেবে না স্বাগতিকরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে শেষ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে ঘানার বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো কাজে দিবে বলে জানান অধিনায়ক। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তত সেমিফাইনালে যেতে চান লাল সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ স্বাগতিক হওয়ায় বাড়তি সুবিধা পেলেও নিজ দলের উপর পূর্ণ আস্থা মালয়শিয়ান অধিনায়কের। জয়ের বিকল্প কিছুই ভাবছেন না তিনি। টুর্ণামেন্ট আযোজনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট কমিটির চেয়ারম্যান । বাংলাদেশ এ গ্র“পে মালয়েশিয়ার পর ওমান ও ফিজির বিপক্ষে খেলবে।