এই দিনে পূর্ব পাকিস্তানে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০১:৪৩ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার
৪ঠা মার্চ ১৯৭১। স্বাধীনতার দাবিতে এ’দিন উত্তাল ছিলো পুরো পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধুর ডাকে চলে লাগাতার হরতাল। আন্দোলনের পাশাপাশি, গোপনে চলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। একাত্তরের এই দিনে ঢাকাসহ গোটা পূর্ব পাকিস্তানে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়। এর উদ্যোক্তা ছিল ডাকসু ও ছাত্রলীগ। আর শোষণ মুক্তির আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছিল গোটা পূর্ব পাকিস্তানে।
১৯৭১ সালের মার্চ মাস। গোটা পূর্ব পাকিস্তানে চলছিলো লাগাতার হরতাল; আর বাঙালী ফুঁসে উঠছিলো পাকিস্তানি শাসক গোষ্ঠির বিরুদ্ধে।
জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ’দিন ঢাকা প্রেসক্লাবে জরুরি সভা করে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন। সংবাদ প্রকাশে সরকার বিধিনিষেধ তুলে না নিলে, তা লংঘনের সিদ্ধান্ত হয় সভায়।
এদিন, খুলনা শহর ও আশপাশের এলাকায় ঘটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। একটি বন্দুকের দোকান লুঠ করে বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলে পাকিস্তানী বাহিনী গুলি চালালে শহীদ হন ৩ জন। বাড়তে থাকে ক্ষোভ।
এদিকে, আন্দোলনের পাশাপাশি ৭ই মার্চের জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।