ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০২:৩৯ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার
প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা চলছে।
সমাবর্তনে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এবার সমাবর্তন বক্তা কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর উপাচার্য অমিত চাকমা। সমাবর্তনে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হয়। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।