ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শেরপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

শেরপুরে বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ অভিযান ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান- একুশে টেলিভিশন

শেরপুরে বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ অভিযান ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান- একুশে টেলিভিশন

শেরপুরে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ অভিযান ২০২০ শুরু হয়েছে। বুধবার সকালে জেলা শহরের খরমপুরে শেরপুর সদর উপজেলার খাদ্য গুদাম-১ সরবরাহ কেন্দ্রে (এলএসডি) এ বোরো সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেরপুর জেলার উৎপাদিত-উৎকৃষ্ঠ মানের চাল সারাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সুখ্যাতি রয়েছে। সেই সাথে শেরপুরের চাল বিশ্বের বিভিন্ন দেশে আজ রপ্তানি হচ্ছে।’

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার বলেন, ‘চলতি বোরো মৌসুমে সরকার প্রতি প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬ টাকা ও আতপ চাল প্রতি কেজি ৩৫ টাকা। এ বছর শেরপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৫ হাজার ৫৩৫ মেট্রিকটন, নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ২৯৩ মেট্রিকটন, নকলা উপজেলায় ১ হাজার ৬৩৯ মেট্রিকটন, শ্রীবরদী উপজেলায় ২ হাজার ২৪৬ মেট্রিকটন, ঝিনাইগাতী উপজেলায় ২ হাজার ৩০৯ মেট্রিকটনসহ মোট ২৫ হাজার ০৬২ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সদরসহ পাঁচ উপজেলায় ২ হাজার ৯৪২ মেট্রিকটন আপত চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ মামুন হোসেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আছাদুজ্জামান রওশন, শেরপুর জেএন্ডএস ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, খাদ্য পরিদর্শক মো. রুকুনুজ্জামান রুকন, খাদ্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।   

এমএস/