ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

ইসরাইলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে : হামাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসনব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের জন্যও অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরাইলকে বর্ণবাদী সরকার বলে অভিহিত করার পর এক বিবৃতিতে হামাস এ সতর্কবাণী উচ্চারণ করে। 

হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতের সব বর্ণবাদী শাসনের মতো ইসরাইলও ধ্বংসের পথে ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি জনগণ যাতে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে এবং নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে বিশ্বসমাজ ও স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান দমনপীড়ন ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে তাতে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করার কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করেছে।
সূত্র : পার্সটুডে
এসএ/