ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

অবশেষে পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০২ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

করোনা সঙ্কটে পৃথিবী৷ লাখ লাখ মানুষ করোনার কবলে৷ মৃত্যু মিছিলও বিস্তর৷ এমন পরিস্থিতিতেও থেমে নেই বিজ্ঞানীরা। এই বিশাল ভ্রহ্মাণ্ডে পৃথিবীর মতো গ্রহ খোঁজার তোড়জোড় বিজ্ঞানীদের আজ নতুন নয়৷ এ বার সেই তল্লাশিতে বড়সড় সাফল্য এলো৷

নিউজিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা অবিকল পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেলেন৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহটি নিয়ে গবেষণা চালিয়ে দেখা গেছে, গ্রহটির আবহাওয়া থেকে শুরু করে সব কিছু পৃথিবীরই মতো৷

গ্রহটির নাম OGLE-2018-BLG-0677৷ গ্রহটি চিলি থেকে একটি টেলিস্কোপে প্রথম আবিষ্কার করেন গবেষকরা৷ পরে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন বিজ্ঞানীরা৷

এরপর শুরু হয় বিস্তর গবেষণা৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোনও একটি জায়গায় গ্রহটি অবস্থান করছে৷ গ্রহটির নক্ষত্র আমাদের সূর্যের থেকে ছোট৷ গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে৷

গবেষক দলের প্রধান হেরেরা মার্টিনের কথায়, আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেলিস্কোপ দিয়ে গ্রহটি দেখছি৷ নজরে রাখছি গ্রহটির দিনরাত কীভাবে হচ্ছে৷
একে//