ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বাবা-মা ও সন্তানদের আলাদা আটকে রাখার নির্দেশনা

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে বাবা-মা ও সন্তানদের আলাদা করে আটকে রাখার নতুন নির্দেশনা দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এই নির্দেশনা মেনে চলতে এরইমধ্যে সীমান্তে দায়িত্ব পালনকারীদের বলা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ি, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা একই পরিবারের নারী ও পুরুষদের পুলিশি হেফাজতে রাখা হবে। অন্যদিকে, শিশুদের স্বাস্থ্য ও মানবিক সহায়তা বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরফলে অভিবাসীরা নতুন করে সংকটে পড়তে যাচ্ছে বলে শংকা প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এদিকে, অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করতে ইমিগ্রেশন কোর্টের বিচারক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।