ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ঝিনাইদহে নারীকে কুপিয়ে হত্যা 

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

ঝিনাইদহের মহেশপুরে রতি বেগম (২৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোররাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান সাংবাদিকদের জানান, ‘বদ্দিপুর গ্রামের রমজান আলীর স্ত্রী গৃহবধু রতি বেগম শুক্রবার রাতে ঘরের দরজা আটকিয়ে ঘুমিয়ে ছিলেন। আজ ভোররাতে জানালা দিয়ে দুর্বৃত্তরা ঘরের ভিতরে ঢুকে তার ঘাঁড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

তবে, কারা, কেন তাকে এভাবে হত্যা করলো তা এখনো জানা যায়নি। নিহত রতি বেগমের স্বামী রমজান আলী মাদক মামলায় জেলহাজতে আছেন বলে জানান তিনি। 

এআই//