ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৮৫ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৮৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরাধের মাত্রা অনুযায়ী আর্থিক দণ্ডের পরিমাণ হয় ৬৪ হাজার ৩৫০ টাকা। 

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন। 

তিনি বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শুক্রবার (১৫ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৬৭টি মামলায় ৮৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৬৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।’    

এছাড়া, গত ৫২ দিনে ৩৫৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ৭৫টি মামলায় ২ হাজার ২৬৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪২ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এআই//