ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আম পাড়া নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

নিহত বৃদ্ধের লাশ

নিহত বৃদ্ধের লাশ

সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছে নিহতের দুই ছেলে রবিউল ও করিম। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের যমুনা চরাঞ্চলের প্রত্যন্ত পূর্ব মাজনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাছের আম পাড়ার ঘটনা নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার তিন ছেলেসহ দলবল নিয়ে বৃদ্ধ আব্দুস সামাদকে মারপিট করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে নিহতের দুই ছেলে রবিউল ও করিম আহত হয়েছে। ঘটনার পর জয়নাল এবং তার ছেলে ও সহযোগীরা পালিয়ে গেছেন। তবে আব্দুর রশিদের ছেলে আব্দুস সালেক নামে একজনকে আটক করেছে পুলিশ।

কাজিপুর থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, প্রত্যন্ত যমুনার চর থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাতেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কাজিপুর থানার ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এনএস/