ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান

প্রকাশিত : ০৭:১০ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১০ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার

বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে, প্রথম দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। স্বাগতিকদের চেয়ে এখনো ১৪৯ রানে পিছিয়ে অজিরা। দিন শেষে ওয়ার্নার ২৩ এবং রেঁশো অপরাজিত ১৫ রানে। এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম টেস্টের মত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। নাথান লায়নের রেকর্ড বোলিংয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় কোহলির দল। সর্বোচ্চ ৯০ রান করেন ওপেনার লোকেশ রাহুল। মাত্র ৫০ রান দিয়ে ৮ উইকেট নেন লায়ন। এটি ভারতের মাটিতে সফরকারী কোন বোলারের সেরা বোলিং।