মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনের তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫৬ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার
বাংলাদেশে স্থানীয় জঙ্গী তৎপরতা বাড়ছে--মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। জঙ্গী দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন দাবী করে সাবেক কুটনীতিক ড. এ কে আবুল মোমেন বললেন, জঙ্গীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। এছাড়া জঙ্গী তৎপরতা মোকাবেলায় সরকার সজাগ রয়েছে বলেও মন্তব্য বিশেষজ্ঞদের।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন আই এস ও আল কায়দার সঙ্গে বাংলাদেশের স্থানীয় জঙ্গী সংগঠনের সম্পৃক্ততা রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জঙ্গী বিরোধী অভিযানে বিচার বহির্ভুত হত্যা বেড়েছে, সেইসঙ্গে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।
ওই মার্কিন প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, দেশে আইএস এর কোন অস্তিত্ব নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমর্থনে, এই বিশেষজ্ঞ জানালেন, হুমকীর মুখে শুধু বাংলাদেশ নয়, রয়েছে বিশ্বের উন্নত দেশগুলোও।
আর সাবেক এই কুটনীতিকের মতে প্রতিবেদনে তথ্যের কোনো ভিত্তি নেই। কারন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রতিবেদনের সমালোচনা করেছেন।
আর মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে প্রতিবেদনের সমালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গী দমনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই।